বাংলাদেশ

ছাত্রলীগ নেতার চাঁদাবাজি, প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদার জন্য আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতাকে মারধর করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও তার সহযোগিরা।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ঘাটুরা এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতে এ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

পুলিশ জানায়, স্থানীয় গ্যাস ফিল্ডের একটি ঠিকাদারি কাজ পায় সুহিলপুর ইউনিয়নের মেম্বার মহসিন এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহারুল। কিন্তু এতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ। বিষয়টি মীমাংসায় রোববার বিকেলে আলোচনায় বসলে সহযোগীদের নিয়ে মাসুম বিল্লাহ মহসিন ও কাজী শাহারুলকে মারধর করে; এবং তাদের বাড়িতে ভাংচুর চালায়।

এর প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।