মৌলভীবাজার সরকারি কলেজের ‘শহীদ জিয়া অডিটোরিয়ামের’ নামফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে নাম প্লেটটি ভাঙ্গা হয়।
গত ২৭ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এবং শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট স্মারকলিপি প্রদান করেছিলো।
নামফলক ভেঙ্গে দিয়ে এটিকে ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’ ঘোষণা করে ছাত্রলীগ নেতারা। নামফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাঁটি’ এরকম স্লোগান দেয়।
নামফলক ভাঙ্গার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নামফলকটি ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দিয়েছে।’
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, ‘অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানি না। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে।’
গত ২৭ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এবং শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট স্মারকলিপি প্রদান করেছিলো।
নামফলক ভেঙ্গে দিয়ে এটিকে ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’ ঘোষণা করে ছাত্রলীগ নেতারা। নামফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাঁটি’ এরকম স্লোগান দেয়।
নামফলক ভাঙ্গার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নামফলকটি ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দিয়েছে।’
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, ‘অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানি না। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে।’