বাংলাদেশ

একজন মুক্তিযোদ্ধা দুই মাস ধরে ফুটপাতে থাকেন !

চলমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে
এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের দাবিতে বঙ্গবীরকাদের সিদ্দিকী মতিঝিল ফুটপাথে টানা অবস্থান কর্মসূচিচালিয়ে যাচ্ছেন। শুক্রবার এ কর্মসূচির দুইমাস মাস পাড়হয়েছে।অবস্থান কর্মসূচির ৫৯তম দিনে শুক্রবার কাদের সিদ্দিকীজুমার নামাজ আদায় করে শ্রমজীবী ও পথ শিশুদের নিয়েফুটপাথে বসেই দুপুরের খাবার খেয়েছেন।এদিকে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনের ফুটপাথেঅবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে আসা মানুষেরসঙ্গে কথা বলে, পত্র-পত্রিকা ও বই পড়ে সময় কাটছেকাদের সিদ্দিকী।এছাড়া পত্রিকায় কলাম লেখা, খাওয়া-দাওয়া, নামাজ, ঘুমানোসবকিছুই তিনি কর্মসূচিস্থলেই করছেন।এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থানস্থলে মানুষ দূর-দূরান্ত থেকে খাবার নিয়ে আসছেন। কৃষক শ্রমিক জনতালীগের নেতা-কর্মীরা দলের জন্য প্রতিনিয়ত অনুদান ওশান্তির দাবির প্রতি সংহতি স্বাক্ষর সংগ্রহ করছেন।অবস্থান কর্মসূচির পাশেই প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যারপর পর্যন্ত আবৃত্তি, বাউল গান, গণসংগীতের আসর চলে।এ সময় মাঝে মধ্যে কর্মীরা ‘আমাদের দাবি একটাই, সোনারবাংলায় শান্তি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।পুলিশি বাধা, নেতা-কর্মীদের গ্রেপ্তার, প্যান্ডেল, মঞ্চভেঙে দেয়ার পরও বঙ্গবীর ঘোষণা করেছেন দেশে শান্তিফিরে না আসা পর্যন্ত অর্থাৎ অবরোধ প্রত্যাহার ওআলোচনায় না বসা পর্যন্ত রাজপথ ছেড়ে তিনি যাবেন না।এবিষয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি বঙ্গবীর কাদেরসিদ্দিকীকে। তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনিধরেননি। তার কার্যালয়ের কোনো কর্মকর্তাকেও পাওয়াযায়নি।গত ২৮ জানুয়ারি থেকে বঙ্গবীরের অবস্থান কর্মসূচির শুরুকরেন। এর পর থেকে অবস্থান কর্মসূচির প্রতি সংহতিপ্রকাশ করেছেন নানা পেশার মানুষ। এরমধ্যে সাবেকরাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গবেষক ও লেখক সৈয়দআবুল মকসুদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহচৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু,ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, জাতীয় সমাজতান্ত্রিকদল জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সাবেক মন্ত্রীআবুল হাসান চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিবমেজর (অব.) আব্দুল মান্নান, কবি ও সাংবাদিক আলমুজাহিদী, সাযযাদ কাদির, সম্মিলিত পেশাজীবী পরিষদেরআহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের একাংশেরমহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশেরসভাপতি আব্দুল হাই সিকদারসহ বিভিন্ন পেশার মানুষ সংহতিজানাচ্ছেন।এছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবীর কাদেরসিদ্দিকীর অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন।বিএনপির নেতা ও সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজান ওনাজিম উদ্দিন সংহতি প্রকাশ করতে এসে পুলিশের হাতেআটকও হয়েছেন।শুরু থেকেই কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরাপালাক্রমে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে অবস্থানকরছেন। এর মধ্যে টানা ৫৯ দিন ধরে বঙ্গবীরের পাশেসার্বক্ষণিক অবস্থান করছেন কৃষক শ্রমিক জনতা লীগেরকেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহ্বায়কহাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুলইসলাম দীপসহ নেতা কমীরা। এছাড়াও কর্মসূচিতে অংশনেয়াদের প্রতিনিয়ত খোঁজ-খবর ও নির্দেশনা দিচ্ছেন দলেরসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইকবালসিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারপ্রমুখ।