বাংলাদেশ

নুসরাত হত্যার রায়: পুলিশ সদস্যদের ছাড় দেয়ায় ফখরুলের ক্ষোভ


ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের ‘ছাড় দেয়ায়’ ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নুসরাত হত্যাকাণ্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আদালত আমলে নেয়া হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘এখানেই প্রমাণিত হচ্ছে যে, যেহেতু পুলিশের ওপর এ সরকার নির্ভরশীল। সে জন্য তারা (সরকার) তাদের এসব কাজ থেকে ছাড় দিয়ে যাচ্ছে। মোট কথা যেটা সেটা হচ্ছে যে, এ সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা জোর করে ক্ষমতায় আছে, জোর করে থাকার জন্যই তারা এ ধরনের দুর্বৃত্তায়ন করছে।’

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফেরার পর মির্জা ফখরুল এসব কথা বলেন।

বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুঁড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের রায় দেন।

গত ৩ অক্টোবর চিকিৎসার জন্য সহধর্মীণীকে নিয়ে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) বৈঠকে যোগ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংস্থার ভাইস চেয়ারম্যান।