বাংলাদেশ

ঢাবির হলের ছাদে পাওয়া গেল রামদা-ছুরি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র প্যাকেট করা অবস্থায় পাওয়া গেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি রামদা, দুটি বড় ছুরি ও দুটি লোহার পাইপ।

বুধবার পরিচ্ছন্নকর্মীরা হলের ডাইনিংয়ের ছাদ ঝাড়ু দিতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল প্রশাসনকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে হলের কর্মচারীরা প্যাকেটটি হলের অফিসে নিয়ে আসেন। প্যাকেটটি খোলার পর এসব পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে হলে অভিযান চালিয়ে কয়েকটি রুমে বহিরাগত শনাক্ত করে এবং অভিযুক্ত ৩৫২, ৪০১, ৪১৭ ও ৪৩৭ নম্বর রুম সিলগালা করে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে সেটি হল অফিসে নিয়ে আসা হয়। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তবে হলে গভীর রাতে অভিযান চালাতে গেলে শিক্ষার্থীরা সেগুলো হলের ছাদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন প্রাধ্যক্ষ নিজামূল হক ভুইয়া।

তিনি বলেন, ‘আমরা রাতে যখন অভিযান চালাই, তখন হলের শিক্ষার্থীরা এগুলো ফেলে গেছেন বলে আমার ধারণা। এগুলোতো বাইরে থেকে আসেনি।’