বাংলাদেশের রাজধানী ঢাকায় ওয়াশিকুর রহমান
নামে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে।পুলিশ জানিয়েছে আজ সকাল নয়টার দিকেতেজগাঁওয়ের বেগুনবাড়িতে তার উপর হামলা হয়।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পরডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটককরেছে পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটিচাপাতি।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মিস্টার রহমানএকজন ব্লগার।তাঁর লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। লাশেরথুতনিসহ গলার পাশে চাপাতির আঘাতের চিহ্নছিল।তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার বিপ্লবকুমার সরকার এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেনআটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবংতারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারকরেছে।তিনি বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ারকারণে মিস্টার রহমানকে হত্যা করার কথা বলছেআটককৃতরা।এর আগে গত মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যাকরেছিলো দুষ্কৃতিকারীরা।ওই হামলার মিস্টার রায়ের স্ত্রী রাফিদা আহমেদবন্যাও আহত হন।
নামে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে।পুলিশ জানিয়েছে আজ সকাল নয়টার দিকেতেজগাঁওয়ের বেগুনবাড়িতে তার উপর হামলা হয়।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পরডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটককরেছে পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটিচাপাতি।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মিস্টার রহমানএকজন ব্লগার।তাঁর লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। লাশেরথুতনিসহ গলার পাশে চাপাতির আঘাতের চিহ্নছিল।তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার বিপ্লবকুমার সরকার এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেনআটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবংতারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারকরেছে।তিনি বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ারকারণে মিস্টার রহমানকে হত্যা করার কথা বলছেআটককৃতরা।এর আগে গত মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যাকরেছিলো দুষ্কৃতিকারীরা।ওই হামলার মিস্টার রায়ের স্ত্রী রাফিদা আহমেদবন্যাও আহত হন।