বাংলাদেশ

ককপিটে কেবিন ক্রুকে যৌন নিপীড়নের অভিযোগ বাংলাদেশ বিমানের পাইলটের বিরুদ্ধে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের বিরুদ্ধে ককপিটে ডেকে নিয়ে নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

ক্যাপ্টেন ইশরাত আহমেদের বিরুদ্ধে সম্প্রতি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দুই কেবিন ক্রুর দেওয়া এই অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।

এক কেবিন ক্রু অভিযোগ করেন, গত ছয় বছর ধরে পাইলট ইশরাত যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সর্বশেষ গত ২৬ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী ফ্লাইটে তার সঙ্গে নিপীড়নের ঘটনা ঘটান তিনি।

কর্তৃপক্ষর কাছে ই-মেইলে করা অভিযোগে তিনি বলেন, ককপিটে পাইলট ইশরাত আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি তার ট্যাব বের করে আমাকে নারীদের নগ্ন ছবি দেখানোর চেষ্টা করেন। তিনি হোটেলে গিয়ে সময় কাটানোরও প্রস্তাব দেন।

অভিযোগকারী আরেক ক্রু বলেন, রোববার আমরা বেশ কয়েকজন কেবিন ক্রু এ বিষয়ে তদন্ত টিমের কাছে বক্তব্য দিয়েছি।

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন পাইলট ইশরাতের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইলট ইশরাতের বিরুদ্ধে যৌননিপীড়নের দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে দোষী কে দোষী নয় তা বলা যাবে না।

অভিযোগের বিষয়ে মঙ্গলবার রাতে পাইলট ইশরাতের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।