বাংলাদেশের মানুষ যাতে ভারতীয় গরুর গোশতখেতে না পারে সেজন্য ভারতেরস্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফকেনজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন।ভারতজুড়ে গরু জবাই বন্ধের আহ্বান জানানোরএকদিন পর পশ্চিমবঙ্গে আঙরাইলে ভারত-বাংলাদেশে সীমান্তে নিযুক্ত বিএসএফজওয়ানদের উদ্দেশে তিনি এ কথা বলেন।রাজনাথ সিং বলেন, শুনেছি সীমান্তে বিএসএফজওয়ানদের কঠোর নজরদারির কারণেবাংলাদেশে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায়সেখানে গরুর গোশতের দাম ৩০ শতাংশ বেড়েছে।নজরদারি আরও জোরদার করবেন যাতে গরুপাচার বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে গরুরগোশতের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যায়,যাতে সেখানকার মানুষ গরুর গোশত খাওয়া ছেড়েদেয়।ভারতের সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী,গত বছর ভারত থেকে বাংলাদেশে ১৭ লাখ গরুপাচার হয়েছে।রাজনাথ সিং আরও জানান, সীমান্তে গরু , মাদক ওজাল ভারতীয় মুদ্রা পাচার বন্ধে সরকার ২-৩ মাসআগে একটি কমিটি করেছে। সীমান্তে নিরাপত্তাজোরদার করে কিভাবে গরু , মাদক ও জাল ভারতীয়মুদ্রা পাচার বন্ধ করা যায় সে বিষয়ে আগামি১৫-২০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমাদিবে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা ভারতে গরুজবাই যাতে নিষিদ্ধ করা যায়, সে জন্য এনডিএসরকার সম্ভব সব কিছুই করবে। তিনি বলেন, এদেশে গরু জবাই মেনে নেয়া যায় না।তবে বাংলাদেশের সাথে ভারতের আন্তরিক সম্পর্করয়েছে এবং এ সম্পর্ক ভারত সরকার আরও বাড়াতেচায় বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।সূত্র : টাইমস অব ইন্ডিয়াবাংলাদেশিদের গরু খাওয়া
বাংলাদেশ
বাংলাদেশিদের গরু খাওয়া বন্ধে বিএসএফকে নজরদারির নির্দেশ
বাংলাদেশের মানুষ যাতে ভারতীয় গরুর গোশতখেতে না পারে সেজন্য ভারতেরস্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফকেনজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন।ভারতজুড়ে গরু জবাই বন্ধের আহ্বান জানানোরএকদিন পর পশ্চিমবঙ্গে আঙরাইলে ভারত-বাংলাদেশে সীমান্তে নিযুক্ত বিএসএফজওয়ানদের উদ্দেশে তিনি এ কথা বলেন।রাজনাথ সিং বলেন, শুনেছি সীমান্তে বিএসএফজওয়ানদের কঠোর নজরদারির কারণেবাংলাদেশে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায়সেখানে গরুর গোশতের দাম ৩০ শতাংশ বেড়েছে।নজরদারি আরও জোরদার করবেন যাতে গরুপাচার বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে গরুরগোশতের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যায়,যাতে সেখানকার মানুষ গরুর গোশত খাওয়া ছেড়েদেয়।ভারতের সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী,গত বছর ভারত থেকে বাংলাদেশে ১৭ লাখ গরুপাচার হয়েছে।রাজনাথ সিং আরও জানান, সীমান্তে গরু , মাদক ওজাল ভারতীয় মুদ্রা পাচার বন্ধে সরকার ২-৩ মাসআগে একটি কমিটি করেছে। সীমান্তে নিরাপত্তাজোরদার করে কিভাবে গরু , মাদক ও জাল ভারতীয়মুদ্রা পাচার বন্ধ করা যায় সে বিষয়ে আগামি১৫-২০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমাদিবে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা ভারতে গরুজবাই যাতে নিষিদ্ধ করা যায়, সে জন্য এনডিএসরকার সম্ভব সব কিছুই করবে। তিনি বলেন, এদেশে গরু জবাই মেনে নেয়া যায় না।তবে বাংলাদেশের সাথে ভারতের আন্তরিক সম্পর্করয়েছে এবং এ সম্পর্ক ভারত সরকার আরও বাড়াতেচায় বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।সূত্র : টাইমস অব ইন্ডিয়াবাংলাদেশিদের গরু খাওয়া