বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেফতার


খায়রুল কবির খোকনের গ্রেফতারের পর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকেও গ্রেফতার করা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের সামনে তাকে গ্রেফতার করা হয়। দুদিন আগে হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারি কমিশনার (এসি) এস এম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ নভেম্বর হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।