বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি’র
গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এঘটনায় আরও এক ভারতীয় নাগরিকের হাতে গুলিলেগেছে। খবর বিবিসি বাংলা।ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরজেলার হিলি সীমান্তে ঘটেছে।ভারতেরসীমান্ত-রক্ষী বাহিনী বিএসএফ বলছে, নিহতব্যক্তিটির নাম বিটন।তিনি চোরাচালানেরজন্য অভিযুক্ত।সীমান্তের দুই দিকেই তার নাম পরিচিতদুষ্কৃতিদের তালিকায় রয়েছে।কিন্তু বিজিবিসদস্যরা ভারতীয় সীমান্তের ভেতরে এসে গুলিচালানোয় তীব্র অসন্তোষ জানিয়েছে বিএসএফ।বিএসএফের উত্তরবঙ্গ সীমান্ত অঞ্চলের একশীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন,'ভারতীয় সীমান্তের প্রায় দশ গজের মধ্যেথেকেই বিজিবি দস্যদের হেলমেট, বুলেটপ্রুফজ্যাকেট, গুলির খোসা প্রভৃতি পাওয়া গেছে।মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো একটি পতাকাবৈঠকের সময়ে বি জি বি অফিসারদেরদেখানোও হয়েছে'।
গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এঘটনায় আরও এক ভারতীয় নাগরিকের হাতে গুলিলেগেছে। খবর বিবিসি বাংলা।ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরজেলার হিলি সীমান্তে ঘটেছে।ভারতেরসীমান্ত-রক্ষী বাহিনী বিএসএফ বলছে, নিহতব্যক্তিটির নাম বিটন।তিনি চোরাচালানেরজন্য অভিযুক্ত।সীমান্তের দুই দিকেই তার নাম পরিচিতদুষ্কৃতিদের তালিকায় রয়েছে।কিন্তু বিজিবিসদস্যরা ভারতীয় সীমান্তের ভেতরে এসে গুলিচালানোয় তীব্র অসন্তোষ জানিয়েছে বিএসএফ।বিএসএফের উত্তরবঙ্গ সীমান্ত অঞ্চলের একশীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন,'ভারতীয় সীমান্তের প্রায় দশ গজের মধ্যেথেকেই বিজিবি দস্যদের হেলমেট, বুলেটপ্রুফজ্যাকেট, গুলির খোসা প্রভৃতি পাওয়া গেছে।মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো একটি পতাকাবৈঠকের সময়ে বি জি বি অফিসারদেরদেখানোও হয়েছে'।