রাজশাহীর পুঠিয়া উপজেলার গাওপাড়া
এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২)ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে সিজার ওপলাশ নামে ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমানজানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে চতুর্থশ্রেণির ওই ছাত্রীর প্রতিবেশী চাচাতো ভাইগাওপাড়া গ্রামের মালেকের ছেলে সিজার (১৮)ও বাবলুর ছেলে পলাশ (২০) ফুসলিয়ে মেয়েটিকেবাড়ির পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। পরেতারা মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটিপরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারবাবা মঙ্গলবার সকালে থানায় মামলা করেন।এরপর পুলিশ অভিযান চালিয়ে ২ জনকেগ্রেফতার করে।ওসি আরও জানান, মেয়েটিকে ডাক্তারিপরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে। ২ তরুণকেজেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২)ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে সিজার ওপলাশ নামে ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমানজানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে চতুর্থশ্রেণির ওই ছাত্রীর প্রতিবেশী চাচাতো ভাইগাওপাড়া গ্রামের মালেকের ছেলে সিজার (১৮)ও বাবলুর ছেলে পলাশ (২০) ফুসলিয়ে মেয়েটিকেবাড়ির পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। পরেতারা মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটিপরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারবাবা মঙ্গলবার সকালে থানায় মামলা করেন।এরপর পুলিশ অভিযান চালিয়ে ২ জনকেগ্রেফতার করে।ওসি আরও জানান, মেয়েটিকে ডাক্তারিপরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে। ২ তরুণকেজেলহাজতে পাঠানো হয়েছে।