বাংলাদেশ

শিগগিরই ১০ হাজার নার্স নিয়োগ:প্রধানমন্ত্রী

নার্সিংকে মহৎ ও শ্রেষ্ঠ পেশা হিসেবে অভিহিত
করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পেশাকেঅত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিগগিরই আরও১০ হাজার নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেনতিনি। যদিও এমন প্রতিশ্রুতি ২০১৪ সালেও দিয়েছিলেন কিন্তু বাস্তবায়ন করেননি। দেখাযাক, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবার রক্ষা হয় কিনা।
আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরেরসারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছামুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজেরশিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘নার্সিং পেশা শ্রেষ্ঠ পেশা।নার্সিং পেশাকে আমি অত্যন্ত সম্মান করি।নার্সরা সেবা দিয়ে একজন রোগীকে সুস্থ করেতোলেন। এ পেশাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।নার্সিংয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিসহউচ্চতর ডিগ্রি করার সুযোগ সৃষ্টি হবে। শিগগিরইআরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেচাই।’রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা বলেপ্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনিবলেন, ‘আমরা সেবার মানসিকতা নিয়েই কাজ করেযাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে যেন আরওহাসপাতাল গড়ে উঠতে পারে, সে জন্য আমরা সুযোগকরে দিয়েছি।’শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়ালবিশেষায়িত হাসপাতালটিকে পর্যায়ক্রমে ৫০০শয্যায় উন্নীত এবং একটি মেডিকেল কলেজ স্থাপনকরা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানকেটিকিয়ে রাখতে স্থানীয় জনগণ ওজনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন শেখহাসিনা।স্বাস্থ্যসেবা নিতে বিদেশে যাওয়ার বিষয়েঅনীহা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তিনিনিজে অসুস্থ হলেও এ হাসপাতালে চিকিৎসানেবেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টেরসদস্যসচিব শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যেবক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীমোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মমোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটিরআহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক,সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়া কেপিজেহেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্ট তুয়ান হাজিআমির উদ্দিন আবদুল সাতার।নার্সিং কলেজের জনসংযোগ কর্মকর্তা আ ন মগোলাম রাব্বানী জানান, ২০১৩ সালের ১৮নভেম্বর ওই কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদাতোশ্রী মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক ওবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়ালট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা।বেসিক কোর্সে ২৪ জন ও পোস্ট বেসিক কোর্সে ৪০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছেপ্রতিষ্ঠানটি।