বাংলাদেশ

ড. ইউনূসকে আদালতে তলব


শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে তলব করেছেন আদালত। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম গতকাল সোমবার অভিযোগ আমলে নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি তাদের হাজির হওয়ার সমন জারি করেন।

অন্য বিবাদীরা হলেন- গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপমহাব্যবস্থাপক (জিএম) গৌরী শংকর।

এর আগে ঢাকার তৃতীয় শ্রম আদালতে গত ৫ জানুয়ারি মামলাটি দায়ের করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এর বাদী ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্স পরিদর্শনে যান। সেখানে প্রতিষ্ঠানটির ১০টি বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন তিনি। এর আগে ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদীপক্ষ জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। পরিদর্শক ফের বিষয়টিতে নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন না করে বিবাদীরা সময়ের আবেদন করেন; কিন্তু সময় অনুযায়ী তারা জবাব দাখিল করেননি। এ অবস্থায় বিবাদীরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছেন বলে মনে করেন বাদী।