বাংলাদেশ

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির
দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানেরফাঁসি কার্যকর করা হয়েছে।আজ শনিবার রাত ১০টা ১ মিটিনেকামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।ফাঁসি কার্যকরে ভূমিকা পালন করেন জল্লাদরাজু। সহকারী জল্লাদের ভূমিকা পালনকরেন পল্টু, সাত্তার, রিপন, রনি ওমাসুদ।উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়শেরপুর জেলার সোহাগপুর গ্রামে ১৬৪ জনকেহত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেনট্রাইব্যুনাল-২।এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলকরা হলে কামারুজ্জামানের ফাঁসির আদেশবহাল রাখেন আপিল বিভাগ।গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়েরপূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে গত ৫মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেনকামারুজ্জামান। ৬ এপ্রিল এ আবেদনওখারিজ করে দেন আপিল বিভাগ।এরপর তার মৃত্যুদণ্ড রোধে একটাই পথছিলো রাষ্ট্রপতির ক্ষমা। অপরাধস্বীকার করে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়েনেতিবাচক সিদ্ধান্ত দেওয়ার পরই তারফাঁসি কার্যকর করা হয়।