মানবতাবিরোধী অপরাধে ফাঁসির
দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানেরফাঁসি কার্যকর করা হয়েছে।আজ শনিবার রাত ১০টা ১ মিটিনেকামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।ফাঁসি কার্যকরে ভূমিকা পালন করেন জল্লাদরাজু। সহকারী জল্লাদের ভূমিকা পালনকরেন পল্টু, সাত্তার, রিপন, রনি ওমাসুদ।উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়শেরপুর জেলার সোহাগপুর গ্রামে ১৬৪ জনকেহত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেনট্রাইব্যুনাল-২।এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলকরা হলে কামারুজ্জামানের ফাঁসির আদেশবহাল রাখেন আপিল বিভাগ।গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়েরপূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে গত ৫মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেনকামারুজ্জামান। ৬ এপ্রিল এ আবেদনওখারিজ করে দেন আপিল বিভাগ।এরপর তার মৃত্যুদণ্ড রোধে একটাই পথছিলো রাষ্ট্রপতির ক্ষমা। অপরাধস্বীকার করে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়েনেতিবাচক সিদ্ধান্ত দেওয়ার পরই তারফাঁসি কার্যকর করা হয়।
দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানেরফাঁসি কার্যকর করা হয়েছে।আজ শনিবার রাত ১০টা ১ মিটিনেকামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।ফাঁসি কার্যকরে ভূমিকা পালন করেন জল্লাদরাজু। সহকারী জল্লাদের ভূমিকা পালনকরেন পল্টু, সাত্তার, রিপন, রনি ওমাসুদ।উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়শেরপুর জেলার সোহাগপুর গ্রামে ১৬৪ জনকেহত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেনট্রাইব্যুনাল-২।এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলকরা হলে কামারুজ্জামানের ফাঁসির আদেশবহাল রাখেন আপিল বিভাগ।গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়েরপূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে গত ৫মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেনকামারুজ্জামান। ৬ এপ্রিল এ আবেদনওখারিজ করে দেন আপিল বিভাগ।এরপর তার মৃত্যুদণ্ড রোধে একটাই পথছিলো রাষ্ট্রপতির ক্ষমা। অপরাধস্বীকার করে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়েনেতিবাচক সিদ্ধান্ত দেওয়ার পরই তারফাঁসি কার্যকর করা হয়।