বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ভাবনার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার গ্রামের মেয়েদের শিক্ষা বিস্তারে কাজ করছে। প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নির্মিত পাঁচতলা ভবনে লিফট স্থাপনের তাগিদ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। তিনি চাঁদনী রাতে মেয়েরা যেন সাঁতার কাটতে পারে এ জন্য ভবনের উপরে সুইমিং পুল নির্মাণের চিন্তা করেন। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পার্লার নির্মাণের কথা বলেন। অসাম্প্রদায়িকতামুক্ত শিক্ষা বিস্তারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার কর্ণফুলি নদীর নীচ দিয়ে ৮ কিলোমিটার টানেল তৈরী করেছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে। যা ভারত পাকিস্তান শ্রীলংকা পারেনি। আমরা পাকিস্তানিদের গুতা খাওয়ার জন্য আসিনি। আমাদের উন্নয়নের জন্য পাকিস্তানের দোষর বঙ্গবন্ধুর খুনিরা শেখ হাসিনাকে হত্যা করার জন্য প্রচেষ্টা করছে বলে তিনি মুরব্বীদের সংগঠিত থাকার আহবান জানান।

তিনি রোববার সোয়া ৩টায় ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রনধীর পাল কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ, বয়স্কদের ভাতা প্রদান ও রনধীর পাল উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ট্রাস্টের সভাপতি শিল্পপতি রবিন পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চয়ন পাল এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন খাঁন, এনআরবি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান শিল্পপতি ইকবাল আহমদ এমবিই,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আব্দাল মিয়া, টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি লিডার আহবাব হোসেন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিন্দু মধাব ভট্টাচার্য্য, বর্তমান প্রধান শিক্ষক শহীদ হাসান। কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাও. আব্দুল মান্নান, গীতা পাঠ করেন শিক্ষার্থী পিনাকি আচার্য্য। অনুষ্টান শেষে ট্রাস্ট এর পক্ষ থেকে মন্ত্রী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও বয়স্কদের ভাতা প্রদান এবং গ্রাম তাজপুর নামক স্থানে প্রয়াত শিক্ষক রনধীর পাল এর নামে রনধীর পাল উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন