বাংলাদেশ

হোয়াইট হাউসে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত


এবার হোয়াইট হাউসে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র কেটি মিলার বলেন, ‘আজ বিকেলে (শুক্রবার) আমরা ভাইস প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মীর দেহে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানতে পেরেছি। ওই ব্যক্তির নিবিড় সংস্পর্শে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কেউই আসেননি।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা জানতে গত সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তবে এতে নেতিবাচক ফল আসে। অর্থাৎ ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হননি।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৯৩ এ পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১০ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭৯ জন।