বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫০৯ জন : নিয়ম মানছেনা অনেকেই

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ঘন্টায় ১৩৮জন বেড়ে হোম কেয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯জনে। গতকাল শনিবার এর সংখ্যা ছিল ৩৭১জন। এরা সবাই ইতালী, সৌদি আরব, দক্ষিণ করিয়া, সিংগাপুর, মালোয়েশিয়া ও ভারত থেকে এসেছে। জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারির কারণে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই নির্দেশনা না মেনে বাইরে ঘুরে বেরাচ্ছে। আর ঘুরে বেড়ানো বিদেশ ফেরতরা বলছেন, বিমানবন্দরে তাদের তেমন কোন নির্দেশনা না দেয়ায় তারা বাড়ির বাইরে যাচ্ছেন। কিন্তু আজ রবিবার সকালে জেলা পুলিশ নিষেধ করায় তারা আর বাইরে যাবেন না বলেও জানান। অন্যদিকে এলাকাবাসীকে সচেতন করতে বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের বাড়ির দেয়ালে লাল কালি দিয়ে হোম কোয়ারেন্টাইন লিখে দিচ্ছেন। যাতে করে অন্যরা সাবধান ও সচেতন হয়।