বাংলাদেশ

মাদরাসায় শিক্ষক-কর্মচারীদের নিয়োগ আগের নিয়মেই

মাদরাসার নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকদের (ডিসি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি করে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। এখন আগের নিয়মেই অধিদপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা এই দায়িত্ব পালন করবেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, মাদরাসার নিয়োগে জেলার প্রশাসক মহাপরিচালকের প্রতিনিধি মনোনীত করে বা মনোনয়ন দেয়ার ক্ষমতা দিয়ে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। ১৯ মার্চ তারিখে বাতিলের আদেশটি জারি করা হলেও রোববার (২২ মার্চ) তা প্রকাশ করা হয়। আদেশটি বাতিল হওয়ায় এখন থেকে আগের নিয়মে অর্থাৎ অধিদপ্তরে কর্মরত বিসিএস বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরাই মাদরাসার নিয়োগে ডিজির প্রতিনিধির দায়িত্ব পাবেন।