ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আবাসিকের গ্যাস বিল জুন মাসে পরিশোধ করলেও কোনো বিলম্ব মাশুল দিতে হবে না বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ বিভাগ।সোমবার (২২ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সময়সীমার মধ্যে আবসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের ক্ষেত্রে এমন পরিস্থিতি করোনাভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। এর পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আবাসিকের গ্রাহকরা কোনো মাশুল ছাড়া ফেব্রুয়ারি-মে মাসের গ্যাস বিল জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।