ঝালকাঠির রাজাপুরে গোপন সংবাদের ভিত্তিতে প্রবাসীসহ ৪ ব্যবসায়ীকে নগদ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করা হয়।জানাগেছে, উপজেলা সদরের বাইপাসমোড় এলাকায় অপূর্ব ডিজিটাল স্টুডিও এর প্রোপাইটর ১৯ মার্চ ভারত থেকে দেশে আসেন। তার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও স্থানীয়দের কাছে ভারত ভ্রমনের তথ্য গোপন করে তিনি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিল। ভ্রাম্যমান আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করে বাজার অস্থিতিশীল করার অপরাধে উপজেলার গালুয়ায় আঃ ছত্তার হাওলাদার এর পুত্র মোঃ মনির হোসেনকে ৫০ হাজার টাকা, বাগড়ি বাজার এলাকায় সুখরঞ্জন সাহার পুত্র গৌতম সাহাকে ২০ হাজার টাকা, মোঃ শাহজাহান এর পুত্র মোঃ আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা ও পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে এই মর্মে অঙ্গিকার নামায় স্বাক্ষর নেয়া হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ৩ ব্যাসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করি।