বাংলাদেশ

বগুড়ায় ওরশে বাধায় পুলিশকে মারধর, ২৪ জন গ্রেপ্তার

বগুড়ায় পীরের ওরশ মাহফিলে বাধা দিতে গেলে পুলিশ কর্মকর্তাদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ২৪ জনকে বগুড়ার এক আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় তাদের আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে বগুড়া পৌর সভার ১ নং ওয়াডের সাবেক কমিশনার নুরুল আমিন ও শফিকুল ইসলাম নয়ন রয়েছেন।

নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে জুড়ে যেকোনো ধরণের সমাবেশের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করে সরকার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসহ জনসমাগম হয় এমন সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এর মধ্যে গত বুধবার রাত ১০টায় শহরের সুলতানগন্জ পাড়া গোয়ালগাড়িতে ভাষা সৈনিক গাজিউর হকের বাস ভবন চত্বরে বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়।

এ মাহফিল করতে পুলিশ নিষেধ করলেও তা মানা হয়নি। ওরশ বন্ধ করতে গেলে দুই পুলিশ কর্মকর্তাকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিটের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ’ জনের নামে সদর থানায় রাতেই বাদী হয়ে মামলা করেন এসআই আব্দুল গফুর।

এম/এইচ/টি