বাংলাদেশ

ক্যান্টনমেন্টে বসে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেয়া যায় না -খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া সিটি করপোরেশননির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতেসেনাবাহিনী মোতায়েনের দাবিজানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীরবসুন্ধরা এলাকায় যমুনা ফিউচার পার্কেরসামনে ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থীতাবিথ আউয়ালের পক্ষে প্রচারকালে তিনি এদাবি জানান।বিএনপি চেয়ারপারসন বলেন অবাধ ও সুষ্ঠুনির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবিসবার পক্ষ থেকে জানানো হয়েছে। সেনামোতায়েন হলে ভোটাররা ভয়হীনভাবে কেন্দ্রেগিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সেনামোতায়েন না করে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।তারা (আওয়ামী লীগ) সেনাবাহিনীমোতায়েনে ভয় পায় কেন? ক্যান্টনমেন্টে বসেভোট কেন্দ্রের নিরাপত্তা দেয়া যায় না।তিনি বলেন, আমাদের সেনাবাহিনী বিশ্বেরবুকে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে।এরপরও তারা নির্বাচনে সেনা মোতায়েনেসাহস পাচ্ছে না। কারণ তারা পিলখানায়ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যাকরেছে, সেনাবাহিনীকে ধ্বংসের চক্রান্তকরেছে।ঢাকা ও চট্টগ্রামের নগরবাসীর উদ্দেশেখালেদা জিয়া বলেন, আপনারা সকাল-সকালভোটকেন্দ্রে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীঢাকার মির্জা আব্বাস, তাবিথ আউয়াল ওচট্টগ্রামে মনজুর আলমের নির্বাচনী প্রতীকেভোট দেবেন। নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতেখালেদা জিয়া সবার প্রতি আহ্বানজানিয়েছেন।বিএনপি চেয়ারপারসন বলেন, আমাকে হত্যারউদ্দেশ্যে পরপর তিন দিন হামলা করাহয়েছে। পথে পথে বাধা দেয়া হয়েছে। কিন্তুআমি ভয় পাই না। আমি পিছু হটব না, প্রচারণাচালিয়ে যাব। উপরে আল্লাহ আছেন।মা-বোনদের প্রতি তিনি বলেন, আপনারাসবাই ভোটকেন্দ্রে যাবেন, ভয় পাবেন না।সকলে ঐক্যবদ্ধ থাকুন, সন্ত্রাসী কর্মকা-চালালে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন।গুম-খুন-নির্যাতনের হাত থেকে বাঁচতে ঢাকাসিটি উত্তরে আমাদের প্রার্থী তাবিথআউয়ালকে বাস মার্কায় ভোট দিয়ে জয়ী করুন।মির্জা আব্বাস প্রসঙ্গে তিনি বলেন, তাকেআটকে রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণায়মির্জা আব্বাস বের হতে পারছে না। এ সরকারজুলুম-নির্যাতন করে ষড়যন্ত্র বাস্তবায়ন করতেচায়। একদিন বিরতির পর গতকাল আবারোঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বের হনবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালসাড়ে ৪টার দিকে নির্বাচনী প্রচারের জন্যখালেদা জিয়া তার গুলশানের বাসভবন‘ফিরোজা’ থেকে বের হন। সেখান থেকে তারগাড়িবহর রাজধানীর নতুন বাজার এলাকায়যায়। এরপর গাড়িবহর প্রগতি সরণি হয়েযমুনা ফিউচার পার্ক এলাকায় প্রথম প্রচারণাশুরু করেন। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেনবিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমারহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুলবিশ্বাস ও মাহবুব আলম ডিউ।গত শনিবার থেকে টানা পাঁচ দিন রাজধানীরবিভিন্ন স্থানে ঢাকা সিটি করপোরেশননির্বাচনে দলের সমর্থিত প্রার্থীদের পক্ষেভোট চান খালেদা জিয়া। গত মঙ্গল, বুধ ওবৃহস্পতিবার ভোট চাওয়ার সময় আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তারগাড়িবহরে হামলা চালায়। বিএনপি নেতারাজানান, বুধবারের হামলায় খালেদা জিয়ারগাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার তিনিনির্বাচনী প্রচারে বের হতে পারেননি।