গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরের পানিশাইল এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। তবে কী কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরের পানিশাইল এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। তবে কী কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এলএবাংলাটাইমস/এম/এইচ/টি