বাংলাদেশ

কোর্ট খুললেই রিভিউ করবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার

মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। কিন্তু আদালত ছুটিতে থাকায় নির্ধারিত সময়সীমা ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারেননি তার আইনজীবীরা।

তবে তার আইনজীবীরা জানিয়েছেন আদালত খুললেই তারা রিভিউ আবেদন দায়ের করবেন।
 
গত ১৬ মার্চ তার মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে রায় পড়ে শোনানো হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) তার আইনজীবী শিশির মনির জানান, সময় শেষ হলেও নিয়ম হচ্ছে শেষ দিবসে যদি ছুটি থাকে তাহলে খোলার দিন আবেদন করতে হবে। এখন আদালতে সাধারণ ছুটি চলছে। আমাদের আবেদন প্রস্তুত। যেদিন আদালত খুলবে সেদিন আবেদন দায়ের করবো।
 
এর আগে খালাস চেয়ে আজহারুল ইসলামের করা আপিল আংশিক মঞ্জুর করে গত বছরের ৩১ অক্টোবর রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি