বাংলাদেশ

করোনার কারণে একজন চীনা কূটনীতিকও ফিরে যাবে না

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে বাংলাদেশে দায়িত্বরত চীনা কূটনীতিকদের একজনও বাংলাদেশ ছেড়ে যাবে না বলে জানিয়েছেন ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান।

চীনের মিশন উপপ্রধান আরো জানান, করোনা মহামারীর সময়ে চীন বাংলাদেশের জনগণের পাশে আছে।

উল্লেখ্য নভেল করোনাভাইরাসের মধ্যে ইতিমধ্যে পাঁচটি বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশের নাগরিকও কূটনীতিকরা বাংলাদেশ ছেড়ে গেছেন। আরো কয়েক শ’ বিদেশি বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা করছেন।

এদিকে গত সপ্তাহে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ছেড়ে যাওয়া আমেরিকানদের ৮০%ই বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানা গেছে। এছাড়া ওই ফ্লাইটে বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা যাত্রীও ছিলেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, তারা কাউকে বাংলাদেশ ছাড়তে বলছেন না। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে আমেরিকানরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ফিরতে চাচ্ছেন তাদেরকে ফিরে যেতে সহায়তা করা হচ্ছে।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি