বাংলাদেশ

খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
 
শুক্রবার (০১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে ৫ টা পযর্ন্ত গুলশান-২ এ খালেদার বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটও ছিলেন। তবে অংশ নেননি ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
 
বিএনপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ  রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
 
বৈঠক শেষে ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, খালেদা-শারম্যান বৈঠকে যথারীতি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
 
`সম্প্রতি সম্পন্ন হওয়া তিন সিটি করপোরেশন নির্বচন নিয়েও খালেদ-শারম্যানের মধ্যে কথা হয়েছে। তবে কী কথা হয়েছে সেটি মিডিয়াতে বলা সমীচীন মনে করছি না,’ যোগ করেন ড. মঈন।