বাংলাদেশ

সরকারের ত্রাণ যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে: রিজভী

করোনা মহামারির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষদের জন্য দেওয়া সরকারের ত্রাণ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাড়িতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও অন্যদের জন্য পিপিই প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিতরণ অনুষ্ঠানে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, এরকম মহাদুর্যোগের মধ্যে জাতীয় ঐক্য অপরিহার্য। এ ঐক্য গড়ে তোলা সরকারের আশু কর্তব্য হলেও তার কোনো উদ্যোগ দেখা যায়নি।

রিজভী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহমেদ শফিকুল হায়দার পারভেজ প্রমুখ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন