বাংলাদেশ

গাজীপুরে বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস ও সাইনবোর্ড এলাকায় তিনটি পোশাক করাখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছাড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড ইস্ট ওয়েস্ট গ্রুপের পোশাক করখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।এক ঘণ্টা ওই মহাসড়কে অবস্থানের পর মালিকপক্ষ আগামী ১৬ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দেয়। এতে শ্রমিকরা মহাসড়ক ছাড়েন। একই সময় ভোগড়া বাইপাস এলাকার স্টাইলিস্ট ও নিউ ইস্ট পোশাক করাখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে একই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনও ১৬ এপ্রিল পরিশোধের ঘোষণা দেয়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, কারখানা কতৃপক্ষ আগামী ১৬ এপ্রিল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন