অনাবাসিক ছাত্রীকে হলে উঠাতে গিয়ে বাধা পেয়ে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার ছাত্রীকেছাত্রলীগ নেতাদের দিয়ে ধর্ষণ করানোর হুমকিদেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেগমফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের সভাপতিও আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আরিফাসুলতানা এই হুমকি দিয়েছে বলে জানা গেছে। এ নিয়েআবাসিক ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ বিরাজকরছে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান,বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেগমফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের সভাপতিআরিফা সুলতানা আইন বিভাগের দ্বিতীয় বর্ষেরলাবনী আক্তার নামের অনাবাসিক ছাত্রীকে নিয়ে৩১২নং রুমে যায়। এসময় আরিফা সুলতানা ওই রুমেলাবনীকে রাখার জন্য বললে রুমের আবাসিকছাত্রীরা প্রভোস্টের অনুমতি নিয়ে আসতেবলেন। এতে আরিফা ক্ষিপ্ত হয়ে রুমের বিভিন্নজিনিসপত্র ছুড়ে ফেলে দেয়। এসময় ওই রুমেরআবাসিক ছাত্রীদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে আরিফা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।হাতাহাতির এক পর্যায়ে আরিফা সুলতানা ৩১২রুমের আবাসিক চার ছাত্রীকে ছাত্রলীগ নেতাদেরদিয়ে ধর্ষণ করানোর হুমকি দেয়।ছাত্রীরা আরো জানান- আবাসিক ছাত্রীরাঐক্যবদ্ধ হওয়ার পর আরিফা সুলতানা ছাত্রলীগেরসহ-সভাপতি ইমদাদুল হক সোহাগকে মোবাইলেফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। সন্ধ্যার পরঘটনাস্থলে পৌছে ছাত্রলীগের সহ-সভাপতিইমদাদুল হক সোহাগ প্রভোস্টের অনুমতি ছাড়াইছাত্রী হলে প্রবেশ করে। এসময় তিনি ওই চারছাত্রীকে হলের গেস্ট রুমে ডেকে এনে সিট খালিকরে দেয়ার জন্য হুমকি ধামকি দেয় বলেপ্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।এদিকে আবাসিক ছাত্রীদের সাথে ছাত্রলীগ নেত্রীআরিফার এমন অশোভন আচরণ ও প্রকাশ্যেধর্ষণের হুমকি দেয়ার ঘটনার পর হলের ছাত্রীরাবিক্ষোভ করেন। এসময় ছাত্রীরা হল থেকেআরিফার সিট বাতিলের দাবিও জানান। এঘটনারপর আবাসিক দুই হলের ছাত্রীদের মাঝে চরমক্ষোভ বিরাজ করছে।সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ বলেন- ‘আমিবিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই সব জায়গায় যাওয়ারঅধিকার আমার আছে। হল শাখার সভাপতি ওসাধারণ সম্পাদকের সাথে দেখা করে চলে এসেছি।’হলে প্রবেশের জন্য প্রভোস্টের অনুমতি নেয়ারব্যাপারে জানতে চাইলে তিনি বলেন- ‘এ ব্যাপারেপ্রভোস্টের সাথে কথা বলুন।’ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামবলেন-‘এঘটনায় আমি চরম বিব্রত। বিষয়টি বিকালেএত কঠিন পর্যায়ে ছিল না। আমি ঘটনা শোনারপর শুক্রবার সকালে মীমাংসার কথা বলেপরিস্থিতি স্বাভাবিক করি।’ছাত্রলীগ সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগেরআবাসিক হলে প্রবেশের ব্যাপারে তিনি বলেন- ‘সেহলে যাওয়ার আগে আমার সাথে বা আমাদেরকারো সাথে কোন আলাপ-আলোচনা করেনি।তিনি যেটা করেছে সে ব্যাপারে আমার বলার কিছুনেই। তবে আমি মনে করি তার আরো দায়িত্বশীলহওয়া উচিত ছিল।’হল প্রভোস্ট ড. দেবাশীষ শর্মা জানান- ‘আমিএখনো মিটিংয়ে আছি। সমস্যা সমাধানের চেষ্টাচলছে। হলে প্রবেশের জন্য ছাত্রলীগ নেতাসোহাগের অনুমতি গ্রহণের ব্যাপারে জানতেচাইলে তিনি বলেন-‘তাকে গেস্ট রুমের প্রবেশেরঅনুমতি দেয়া হয়েছিল। কিন্তু সে কাউকে হুমকিদিয়েছে কিনা জানার চেষ্টা করছি।'
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার ছাত্রীকেছাত্রলীগ নেতাদের দিয়ে ধর্ষণ করানোর হুমকিদেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেগমফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের সভাপতিও আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আরিফাসুলতানা এই হুমকি দিয়েছে বলে জানা গেছে। এ নিয়েআবাসিক ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ বিরাজকরছে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান,বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেগমফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের সভাপতিআরিফা সুলতানা আইন বিভাগের দ্বিতীয় বর্ষেরলাবনী আক্তার নামের অনাবাসিক ছাত্রীকে নিয়ে৩১২নং রুমে যায়। এসময় আরিফা সুলতানা ওই রুমেলাবনীকে রাখার জন্য বললে রুমের আবাসিকছাত্রীরা প্রভোস্টের অনুমতি নিয়ে আসতেবলেন। এতে আরিফা ক্ষিপ্ত হয়ে রুমের বিভিন্নজিনিসপত্র ছুড়ে ফেলে দেয়। এসময় ওই রুমেরআবাসিক ছাত্রীদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে আরিফা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।হাতাহাতির এক পর্যায়ে আরিফা সুলতানা ৩১২রুমের আবাসিক চার ছাত্রীকে ছাত্রলীগ নেতাদেরদিয়ে ধর্ষণ করানোর হুমকি দেয়।ছাত্রীরা আরো জানান- আবাসিক ছাত্রীরাঐক্যবদ্ধ হওয়ার পর আরিফা সুলতানা ছাত্রলীগেরসহ-সভাপতি ইমদাদুল হক সোহাগকে মোবাইলেফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। সন্ধ্যার পরঘটনাস্থলে পৌছে ছাত্রলীগের সহ-সভাপতিইমদাদুল হক সোহাগ প্রভোস্টের অনুমতি ছাড়াইছাত্রী হলে প্রবেশ করে। এসময় তিনি ওই চারছাত্রীকে হলের গেস্ট রুমে ডেকে এনে সিট খালিকরে দেয়ার জন্য হুমকি ধামকি দেয় বলেপ্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।এদিকে আবাসিক ছাত্রীদের সাথে ছাত্রলীগ নেত্রীআরিফার এমন অশোভন আচরণ ও প্রকাশ্যেধর্ষণের হুমকি দেয়ার ঘটনার পর হলের ছাত্রীরাবিক্ষোভ করেন। এসময় ছাত্রীরা হল থেকেআরিফার সিট বাতিলের দাবিও জানান। এঘটনারপর আবাসিক দুই হলের ছাত্রীদের মাঝে চরমক্ষোভ বিরাজ করছে।সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ বলেন- ‘আমিবিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই সব জায়গায় যাওয়ারঅধিকার আমার আছে। হল শাখার সভাপতি ওসাধারণ সম্পাদকের সাথে দেখা করে চলে এসেছি।’হলে প্রবেশের জন্য প্রভোস্টের অনুমতি নেয়ারব্যাপারে জানতে চাইলে তিনি বলেন- ‘এ ব্যাপারেপ্রভোস্টের সাথে কথা বলুন।’ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামবলেন-‘এঘটনায় আমি চরম বিব্রত। বিষয়টি বিকালেএত কঠিন পর্যায়ে ছিল না। আমি ঘটনা শোনারপর শুক্রবার সকালে মীমাংসার কথা বলেপরিস্থিতি স্বাভাবিক করি।’ছাত্রলীগ সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগেরআবাসিক হলে প্রবেশের ব্যাপারে তিনি বলেন- ‘সেহলে যাওয়ার আগে আমার সাথে বা আমাদেরকারো সাথে কোন আলাপ-আলোচনা করেনি।তিনি যেটা করেছে সে ব্যাপারে আমার বলার কিছুনেই। তবে আমি মনে করি তার আরো দায়িত্বশীলহওয়া উচিত ছিল।’হল প্রভোস্ট ড. দেবাশীষ শর্মা জানান- ‘আমিএখনো মিটিংয়ে আছি। সমস্যা সমাধানের চেষ্টাচলছে। হলে প্রবেশের জন্য ছাত্রলীগ নেতাসোহাগের অনুমতি গ্রহণের ব্যাপারে জানতেচাইলে তিনি বলেন-‘তাকে গেস্ট রুমের প্রবেশেরঅনুমতি দেয়া হয়েছিল। কিন্তু সে কাউকে হুমকিদিয়েছে কিনা জানার চেষ্টা করছি।'