বাংলাদেশ

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৯ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০১২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মহাখালী থেকে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা ।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। এ সময়ে নতুন করে কেউ সুস্থ হয়নি। এখন মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২ টি।’

এর আগে গতকাল সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর একদিনে ১৮২ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৩৯।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৯ হাজার ৭১৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১৭৮ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন