বাংলাদেশ

ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি

চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়ে ছাত্রলীগ। দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার ময়মনসিংহে ছাত্রলীগ কর্মীরা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় দিনভর দুই কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে দেয়। জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমানের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।

এদিকে, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিল না, জমিতেই পাকা ধান নষ্ট হতে চলছিল। ছাত্রলীগের ভায়েরা ধান কেটে সাহায্য করায় কৃষকেরা খুব খুশি।
ছাত্রলীগ নেতা তারিন বলেন, মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। তারা পরবর্তীতেও কৃষকের পাশে থাকবে বলেও জানান।
সোমবার (২০ এপ্রিল) দিনভর গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের গাজীপুরায় বিলে বর্গা চাষী বাবুল মাতব্বরের ২ বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী ধান কাটার এ কাজে অংশ নেন। ধান কাটা শেষে নেতাকর্মীরা কৃষক বাবুল মাতব্বরের বাড়িতে তা পৌঁছে দেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার কৃষক মো. বকুল হোসেনের ৫০ শতাংশ জমির ধান কাটেন ছাত্রলীগ কর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত  তারা এই কাজ করেন।

ধান কাটায় সহযোগিতা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রুবেল আহম্মেদ রাজু, সোহাগ পাটোয়ারি, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিনহাজ আলম শাকিবসহ অন্যান্যরা।
কক্সবাজারে কৃষক হাফেজ আহমদের ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দিনের নেতৃত্ব ৩০ জন নেতাকর্মী। তারা দুই কানি (৮০ শতক) পরিমাণের ধান কেটে দিয়ে বাসায় পৌঁছে দেন।

বাগেরহাটের কচুয়া উপজেলায় কৃষকদের পাকা ধান কেটে দিতে সাহায্য করেছে সুরক্ষিত কচুয়া কমিটি। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। আজ সোমবার ২০ জনের একটি দল সেখানকার কাকার বিলের তিন কৃষকের ধান কেটে দিয়ে এ কর্মসূচি শুরু করেন।

এসময় কচুয়া উপজেলা যুবলীগের সদস্য সরদার আক্তারুজ্জামান অনু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার রহমান রাসেল, যুবলীগ নেতা সোয়েব ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও ধান কেটে দেয়া হবে বলে তারা জানিয়েছেন।
এভাবে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্রলীগ। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ছাত্রলীগের ধান কাটার খবর পাওয়া গেছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন