বাংলাদেশ

ত্রাণের চাল জব্দের ঘটনায় রাঙ্গাবালীর ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সরকারি ত্রাণ সহায়তার আট বস্তা চাল জব্দের ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী হয়ে রাঙ্গাবালী থানায় ওই মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়।

এ মামলার আসামিরা হলো- রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ তালুকদার (৪৮) ও জুগির হাওলা গ্রামের আলী আকবরের ছেলে আইয়ুব আলী বেপারি (৬০)।

এজাহারে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হতদারিদ্র্য পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণের আট বস্তা ত্রাণের (জিআর) চাল আইয়ুব আলীর বাড়িতে মজুদ আছে, এমন গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে সোমবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

বিষয়টি টের পেয়ে আইয়ুব আলী আত্মগোপনের চেষ্টা করলে তাকে আটক করে ঘরের বারান্দায় রাখা একটি কাঠের বক্স থেকে ৩০ কেজি ওজনের ৮ বস্তা (২৪০ কেজি) চাল জব্দ করেন এসআই নাজমুল হাসান।

সরকারি চাল মজুদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আইয়ুব আলী জানান যে, স্থানীয় ইউপি সদস্য মাসুদ তালুকদারের কাছ থেকে চালগুলো বিক্রির উদ্দেশ্যে তিনি এনেছেন।

অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশ করে অসৎ উদ্দেশ্যে সরকারি এ চাল মজুদ করেছেন তারা।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, অসৎ উপায়ে লাভবান হওয়ার জন্য সরকারি ত্রাণের চাল মজুদ করার অপরাধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ সেকশন ২৫(১) অ্যান্ড ২৫-ডি ধারায় মামলা হয়েছে। ইউপি সদস্য ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন, তদন্ত করে এ বিষয়ের রিপোর্ট পাঠানোর জন্য।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন