বাংলাদেশ

বাংলাদেশ থেকে তৃতীয় দফায় ফিরে গেল ২০৫ জাপানের নাগরিক

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে তৃতীয় দফায় ঢাকা ছাড়লেন ২০৫ জন জাপানের নাগরিকরা। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে বিজি 7879 বিমানটি ছেড়ে গেছে। এতে ২০৫ জন জাপানের নাগরিক ছিলেন।

এর আগে দুই দফায় ঢাকা ছাড়েন জাপানের নাগরিকরা। প্রথম দফায় গত ২ এপ্রিল ৩২৭ জন দেশে ফিরে যান। দ্বিতীয় দফায় গত ২৮ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে ১০৯ জন জাপানি  ঢাকা ছাড়েন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন