দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে ১১ জনের।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে এবং মোট মৃতের সংখ্যা হলো ২৩৯ জন।
সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে বাড়ছে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে এবং মোট মৃতের সংখ্যা হলো ২৩৯ জন।
সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে বাড়ছে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন