বাংলাদেশ

দেশে নতুন ৯৬৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ১১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৯ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। মোট মৃত্যু হলো ২৫০ জনের।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪৭ জনে। 

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৭৭৩ টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন