বাংলাদেশ

চট্টগ্রামে বিএসআরএম কারখানায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৪


চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জোরারগঞ্জ এলাকায় রড তৈরির কারখানা বিএসআরএম ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়েছে। এতে এক শ্রমিক নিহত এবং অপর চার জন গুরুতর দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যার দিকে কারখার লোহা গলিয়ে রড তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে।

নিহত শ্রমিকের নাম নজরুল ইসলাম (৩৫)। দগ্ধ শ্রমিকদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া বিস্ফোরণ ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বিএসআরম কারখানায় রড তৈরির সময় সন্ধ্যার পর বিস্ফোরণে অগ্নিদগ্ধ পাঁচ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে আহতদের মধ্যে নজরুল ইসলাম নামের এক শ্রমিক মারা যায়। অগ্নিদগ্ধ অপর চার জন শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এই বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসআরএম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন