বাংলাদেশ

অনলাইন সেবায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাফল্য

সাধারণ মানুষের দোরগোড়ায় দাপ্তরিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জামালপুর জেলা প্রশাসন সাফল্য অর্জন করেছে। বি ক্যাটাগরিতে ২৭টি জেলার মধ্যে এপ্রিল মাসে সারাদেশে প্রথম স্থান অধিকার করে এই জেলা। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের গতিশীল নেতৃত্বে উদ্ভাবনী কলাকৌশল, ডিজিটাল নথির মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পন্ন করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আরও এগিয়ে গেল জামালপুর। জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক দায়িত্ব গ্রহণকালে জামালপুর ছিল ২৭ জেলার মধ্যে ২৬তম। মাত্র অল্প সময়ের ব্যবধানে এ অর্জন জেলা প্রশাসকের সৃষ্টিশীলতা, কঠোর পরিশ্রম আর জেলাবাসীর প্রতি ত্যাগেরই বহিঃপ্রকাশ।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, অনলাইনে দাপ্তরিক কাজে একদিকে মানুষ খুব দ্রুত সেবা পাচ্ছে, অন্যদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন