মহামারী করোনা ভাইরাসে মানুষকে সুরক্ষিত রাখতে মাস্ক বিতরণ করেছে হৃদয়ে সান্দিকোনা সংগঠন। বুধবার (১৭ জুন) স্থানীয় দুটি বাজারে দোকানদার ও অটোরিক্সা চালকদের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয়। দেশজুড়ে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লেও গ্রামের মানুষ খুব একটা সচেতন নয়। ফলে ঝুঁকি বাড়ছে। এই ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবেই স্থানীয় বাজারে মাস্ক বিতরণ করেছে হৃদয়ে সান্দিকোনা।
মাস্ক বিতরণ কর্মসূচি সম্পর্কে এই কার্যক্রমের সমন্বয়কারী মাহমুদুল হামিদ কোমল বলেন, আমরা দুটি বাজারে প্রাথমিকভাবে ৩০০ মাস্ক বিতরণ করেছি। পরবর্তীতে আরও বিতরণ করা হবে। কোমল বলেন, গ্রামের মানুষ মাস্ক পরতেই চায় না। আমরা চাচ্ছি তাদের অভ্যাসটা হোক। এ কারণে মাস্ক বিতরণ করছি। পাশাপাশি মাস্ক পরলে কী সুবিধা সে সম্পর্কেও তাদের জানানো হচ্ছে।
প্রসঙ্গত, নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার সান্দিকোনা ইউনিয়নের একদল স্বপ্নবাজ তরুণ হৃদয়ে সান্দিকোনা নামের সংগঠনটি গড়ে তুলেছে। তাদের লক্ষ্য- সান্দিকোনা ইউনিয়নকে সবদিক থেকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। ইতোমধ্যে সংগঠনটি এলাকায় বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে।এলএ বাংলা টাইমস/এম/বিএইচ