বাংলাদেশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ২৩ লাশ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। আজ সোমবার (২৯ জুন) সকালে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

সোমবার দুপুর ১২টা ২৩ মিনিটের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে  এ তথ্য জানানো হয়েছে।

ডিউটি অফিসার রোজিনা আক্তার লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে কুমিল্লা ডক এরিয়ার পাশে ডুবে গেছে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চটি। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন