বাংলাদেশ

বাংলার সেরা কোরআনের শিল্পী বিনাচিকিৎসায় মারা যাচ্ছেন

জনাব মৌলনা কারী ওবাইদুল্লা সাহেব বাংলাদেশ রেডিও, টেলিভিশনের সেরা কুরআন তিলাওয়াত কারী ব্যক্তি। পবিত্র মাহে রমজান সহ সারা বছর তার কুরআন তিলাওয়াত ও আযান শুনতো বাংলাদেশের কোটি কোটি মানুষ । তার কুরআন পাঠের মাধ্যমে মানুষ সেহরি করতো, তার কুরআন পাঠের মাধ্যমে মানুষ ইফতার করতো।এই  মানুষটির  বাড়ি চত্তগ্রামের রাংগুনিয়ায় । তিনি রাংগুনিয়া বাসীর অহংকার। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে কোরআন তেলোয়াতকারী বাংলাদেশ রেডিও, টেলিভিশনে যার আযানের সু-মধুর কণ্ঠ শুনলে মানুষ চুপ হয়ে যেত। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম মাসের বেতন দিয়ে যাকে হজে পাঠিয়েছিল।
রাংগুনিয়া,কোদালা ইউনিয়নের এই কৃতি সন্তান মৌলনা মেহেরুজ্জামান হুজুরের বড় ছেলে জনাব মৌলনা কারী ওবাইদুল্লা সাহেব আজ ২বছর ধরে খুবই অসুস্থ, তিনি পরিবার নিয়ে খুবই কস্টে জীবন যাপন করতেছে, তিনি আজীবন ইসলামী ফাউন্ডেশনের সদস্য হয়েও ফাউন্ডেশনের কেউ তার কোন খোজ রাখেনি ।
গানের শিল্পী অসুস্থ হলে প্রধান মন্ত্রী টাকা দিয়ে সিঙ্গাপুর পাঠায় , কত সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর বাংলার সেরা কোরআনের শিল্পী চিকিৎসার অভাবে কস্ট পায়। তাকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করা যায় সংশ্লিষ্ট মহল তার ব্যাপারে এগিয়ে আসবেন।