একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (বীর উত্তম) আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান জেনারেল সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। হাসপাতালে তার সফল অপারেশন হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন
২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান জেনারেল সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। হাসপাতালে তার সফল অপারেশন হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন