বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকীর দ্বিতীয় দিনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি ‘জিয়ার আলোকচিত্র’ প্রদর্শনীর উদ্বোধন করেছেন বেগম খালেদা জিয়া।গত ৩০ মে ছিল জিয়াউর রহমানের শাহাদাতবাষির্কী। এ উপলক্ষে ১৪ দিনের নানা আয়োজন করে দলটি। এরমধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দুঃস্থদের মধ্যে খালেদা জিয়ার খাবার বিতরণ। ওইদিনই খাবার বিতরণ করেন খালেদা জিয়া। দ্বিতীয় দিন গতকাল বেলা সাড়ে ১১টায় গুলশানের দুই নম্বর সড়কে ডিসিসি মার্কেটের সামনে স্থানীয় বিএনপির উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি মহাখালী, শাহিনবাগ, এফডিসি মোড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে প্রেসিডেন্ট জিয়ার কর্মময় জীবনের ওপর তোলা আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে বিএনপি চেয়ারপারসন আসেন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে। ঘুরে ঘুরে পুরনো আলোকচিত্রগুলো দেখেনে তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া বিভিন্ন দেশ সফরের সময়ে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সেইসব আলোকচিত্রে সফরসঙ্গি হিসেবে খালেদা জিয়ার ছবিও রয়েছে, যা প্রদর্শনীতে স্থান পেয়েছে। দিনব্যাপী এই প্রদর্শনীতে ১০৪টি আলোকচিত্র রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিউটের শিক্ষার্থী ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন, শিল্পী অগ্নি, এম এ মান্নান ও রিয়াদ আমিন সম্মিলিতভাবে ‘ক্রিস্টাল ফাইভার’ দিয়ে জিয়ার একটি প্রতিকৃতি নির্মাণ করেছেন, যা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। বেগম জিয়া শিক্ষার্থীদের তৈরি সেই প্রতিকৃতিটিও দেখেন। ছাত্রদলের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, নুরী আরা সাফা, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, ছাত্র দলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহসভাপতি নাজমুল হাসান, ইশতিয়াক আহমেদ নাসির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিএনপি চেয়ারপারসন বাংলা মোটরের সিআর দত্ত সড়ক ও গাবতলীতে খাবার বিতরণ করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মীরপুরের শাহ আলী মাজার মার্কেট, পল্লবী, কালসী, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, উত্তরার আমীর কমপ্লেক্স, বাড্ডার আমিন মার্কেট, রামপুরার বিভিন্নস্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময়ে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঞ্চ ভেঙ্গে দিয়েছে পুলিশ : গুলশানের ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠন স্থানীয় ডিসিসি মার্কেটের সামনে একটি মঞ্চ তৈরি করে। যেখানে খালেদা জিয়া দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করার কথা ছিল। পুলিশ বলছে এই মঞ্চের জন্য কোনো অনুমতি না থাকায় মঞ্চটি ভেঙ্গে দেয়া হয়েছে।১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ এসে কিছু না বলেই মঞ্চ উঠিয়ে নেয়ার নির্দেশ দেয়। একপর্যায়ে পুলিশই মঞ্চ ভাঙ্গতে শুরু করে। এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মেট্রোপলিটন এলাকায় কোনো অনুষ্ঠান কর্মসূচি করতে হলে কমিশনারের কাছ থেকে পূর্বানুমতি নিতে হয়। আর তাছাড়া এটা একটা ডিপ্লোম্যাটিক জোন। তিনি বলেন, আমরা মঞ্চ ভাঙ্গিনি তারা নিজেরাই মঞ্চ ভেঙ্গে নিয়ে গেছে।