বাংলাদেশ

বিমানের ফ্লাইট এবার সিলেট-লন্ডন রুটে


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে । এই ফ্লাইট পরিচালিত হবে প্রতি বুধবার । বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন। রোববার (৪ অক্টোবর) সকালে বেলা সোয়া ১১টায় ২৩২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যায়।


এই ফ্লাইটের মাধ্যমে সিলেটবাসী ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের বিমান বহরে বর্তমানে যুক্ত হয়েছে বোয়িং ৭৮৭ (ড্রিম লাইনার), ৭৭৭ ও ৭৩৭ মডেলের সর্বাধুনিক প্রযুক্তির ১২টি উড়োজাহাজ। কানাডা কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে স্বল্পপাল্লার তিনটি নতুন ড্যাশ-৮ কিউ ৪০০ কেনা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল চুক্তি হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন,  বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো শহরে যেকোনো সংখ্যক বিমান চলাচল করতে পারবে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। 

 এছাড়া ঢাকা থেকে কানাডার টরেন্টো এবং জাপানের নারিতায় বিমান চলাচলের কাজ করছে সরবার। খুব দ্রুতই এই দুই দেশে সরাসরি বিমান পরিচালনা শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

এলএ/বাংলাটাইমস/এনএইচ