বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন। শুক্রবার দেশটির পররাষ্ট্র সচিব এক সংবাদ সম্মিলনে বলেন, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৭ জুন দুপুরে খালেদা জিয়ার সঙ্গে মোদী বৈঠক করবেন। প্রধানমন্ত্রী মোদীর সফরে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদসহ অন্যান্য দলের প্রধানদের সঙ্গেও বৈঠক হবে।