বাংলাদেশ

আমিও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম: মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের কোটি কোটি মানুষের মতো আমিও বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম। রবিবার বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে স্বাধীনতা সম্মাননা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজপেয়ীর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্মাননা গ্রহণ শেষ নরেন্দ্র মোদী বলেন, রাজনীতিতে আমি অনেক দেরি করে এসেছি। কিন্তু যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিতে সত্যাগ্রহ আন্দোলন চলছিল আমি তাতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে নিজের গ্রাম থেকে দিল্লি এসেছিলাম। ভারতের কোটি কোটি মানুষের মতো আমিও সেসময়  বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম।

বাজপেয়ীকে সম্মাননা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আজকের দিন আমার জন্য সৌভাগ্যের ও ভারতের সকল মানুষের জন্য গৌরবের। যে মহাপুরুষ সারাজীবন দেশের জন্য কাজ করেছেন ও রাজনীতিতে আমার মতো মানুষের জন্য প্রেরণা হয়েছেন সেই বাজপেয়ীকে বাংলাদেশ আজ সম্মানিত করেছে।

তিনি বলেন, যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে তার মেয়ের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উপস্থিতিতে আজ পুরস্কার দেয়া হচ্ছে।
 
এর আগে সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন মোদী। সেখান থেকে মোদী ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান। পরে বারিধারার কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করেন তিনি।