বাংলাদেশ

‘বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হয়েছে’

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘গণতন্ত্রের অনুপস্থিতি’ নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলোচনা করেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।আজ রোববার বিকেল চারটা থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মোদীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের।বৈঠক থেকে বেরিয়ে মঈন খান সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে অত্যন্ত চমৎকার এবং আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে।মঈন খানের ভাষায় ‘এই বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান।’তিনি বলেন, “আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছি গোটা দক্ষিণ এশিয়া তথা আঞ্চলিক উন্নয়নের প্রতি যেভাবে দৃষ্টি দেওয়া হয়েছে তাতে গণতন্ত্রকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”“মোদী গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমরা তাকে বলেছি আঞ্চলিক উন্নয়ন চাইলে গণতন্ত্রের দিকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রকে বেঁধে রেখে উন্নয়ন টেকসই হতে পারেনা।”“উন্নয়নকে গণতন্ত্রের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে।গণতন্ত্র পরে হবে উন্নয়ন আগে হবে সেটি বাস্তব সম্মত নয়। যদি না সে দেশে গণতন্ত্র থাকে। রাজনৈতিক অবস্থা ভালো থাকে। যদি না বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষ থাকে। বাক স্বাধীনতা না থাকে। প্রশাসন নিরপেক্ষ না হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে।”বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, “সম্পর্ক হবে দুই দেশের জনগণের মধ্যে। নির্দিষ্ট কোনো সরকারের মধ্যে নয়। কারণ সরকার আসবে, সরকার যাবে।”