শনিবার রাতে মোদী এবং মমতার সঙ্গে নৈশভোজ সারলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তৈরি ছিল গুজরাটি খাবার। তিনি নিরামিষাশী। তাই তাঁর জন্য গুজরাটের ধোকলা, খিচুড়ি, পনির বাটার মশালা, ভেজিটেবল শামি কাবাব-সহ একাধিক পদের আয়োজন ছিল রান্নাঘরে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজের সময় ছিলেন ঢাকায়। তাই বাংলার বিভিন্ন পদও ছিল খাবারের তালিকায়। ছিল পটল দোর্মা-সহ একাধিক বাংলার পদ। আর মিষ্টিমুখ করার জন্য বাংলার মিষ্টিও বাদ পড়েনি। ছিল মিষ্টি দই এবং রসগোল্লাও।
এই নৈশভোজে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাংলাদেশ সফর সেরে দেশে ফেরা কয়েক ঘণ্টা পিছিয়ে দেন হাসিনার অনুরোধে। সোনারগাঁও হোটেলে আয়োজিত এই নৈশভোজে হাসিনা মন্ত্রিসভার প্রবীণ মন্ত্রীরা ছাড়াও হাজির ছিলেন দু’দেশের কূটনীতিবিদরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজের সময় ছিলেন ঢাকায়। তাই বাংলার বিভিন্ন পদও ছিল খাবারের তালিকায়। ছিল পটল দোর্মা-সহ একাধিক বাংলার পদ। আর মিষ্টিমুখ করার জন্য বাংলার মিষ্টিও বাদ পড়েনি। ছিল মিষ্টি দই এবং রসগোল্লাও।
এই নৈশভোজে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাংলাদেশ সফর সেরে দেশে ফেরা কয়েক ঘণ্টা পিছিয়ে দেন হাসিনার অনুরোধে। সোনারগাঁও হোটেলে আয়োজিত এই নৈশভোজে হাসিনা মন্ত্রিসভার প্রবীণ মন্ত্রীরা ছাড়াও হাজির ছিলেন দু’দেশের কূটনীতিবিদরা।