বাংলাদেশ

ডিআইজি মিজানের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন। ২৭ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার, তার ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান।

এদের মধ্যে মিজানের স্ত্রী সোহেলিয়া ও ভাই মাহবুবুর পলাতক রয়েছেন। আর কারাগারে রয়েছেন মিজান ও তার ভাগনে মাহমুদুল। এই দুজনকে আজ আদালতে হাজির করা হয়েছিলো।

৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানসহ চারজনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ জুন মামলা করে দুদক।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজানের বিরুদ্ধে আরও একটি মামলার বিচার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ চলমান রয়েছে।

গত বছরের ১ জুলাই মিজানকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।