বাংলাদেশ

রিজভীর জামিন ও রিমান্ড দিলোনা আদালত

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে পুলিশের করা রিমান্ড আবেদনও গ্রহণ করা হয়নি। তবে তদন্ত কর্মকর্তা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে বলেছেন আদালত।

বুধবার সকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনে এই আদেশ দেন।

পল্টন থানার এসআই মাসুদ মুন্সী বুধবার সকালে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।