বাংলাদেশ

৮ হাজার কেজি ইলিশ জব্দ, ৫৬৮ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ড ২২ দিনে ৮ হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে। মাছ ধরার অভিযোগে ৫৬৮ জন জেলেকে আটক করেছে।

এসময় জেলেদের কাছ থেকে এক কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল এবং ২০৪ টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফট্যানেন্ট খন্দকার মুনিফ তকি বলেন, জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়।